Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীগণের ফিঙ্গার আপডেট সংক্রান্ত বিজ্ঞপ্তি।
বিস্তারিত

এতদ্বারা ০৬নং খুরমা উত্তর ইউনিয়নের সকল বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শুধুমাত্র যে সকল বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীগণের ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর সিস্টেম হতে হাতের ফিঙ্গার অটো বাতিল হয়েছে এবং যাদের ফিঙ্গার ম্যাচ বা হাতের ছাপ মিল হচ্ছে না, শুধুমাত্র সে সকল সমস্যাজনিত ভাতাভোগীগণের ফিঙ্গার আপডেটের জন্য আগামী ০৬ মে ২০২৪ ইং, রোজ- সোমবার,  সকাল ১০ ঘটিকা হতে বিকাল ০৪ ঘটিকা পর্যন্ত নিম্নোক্ত প্রয়োজনীয় সকল তথ্য ও ডকুমেন্টস নিয়ে ইউনিয়ন পরিষদে উপস্থিত হওয়ার জন্য বলা হলো। 

ফিঙ্গার আপডেটের জন্য যে সকল প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস লাগবে- •

 ১, ভাতাভোগীকে স্ব-শরীরে উপস্থিত হতে হবে। 

২, ভাতাভোগীর মূল জাতীয় পরিচয়পত্র/এনআইডি কার্ড সঙ্গে জানতে হবে; 

৩, প্রতিবন্ধী ভাতাভোগীর ক্ষেত্রে যাদের এনভাইডি কার্ড নেই বা হয়নি, তাদের মূল অনলাইন জন্ম নিবন্ধন সনদ সঙ্গে আনতে হবে (ভাতার বহি যে কার্ড দিয়ে বানানো হয়েছে); 

৪, ভাতাভোগীর নমিনির মূল জাতীয় পরিচয়পত্র/এনআইডি কার্ড সঙ্গে আনতে হবে: 

৫, ভাতাভোগীর মূল ভাতার বই সঙ্গে আনতে হবে; 

৬, সচলকৃত সীমসহ মোবাইল ফোন সঙ্গে জানতে হবে,  (বিঃদ্রঃ যে সকল ভাতাভোগীগণের এ ধরণের সমস্যা আছে, শুধুমাত্র তাদেরকে আসার জন্য অনুরোধ করা হলো)। উক্ত তারিখে ০৬নং খুরমা উত্তর ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে ভাতার ব্যাংক একাউন্টের তথ্য আপডেট করার জন্য অনুরোধ করা হলো। 

ডাউনলোড
প্রকাশের তারিখ
30/04/2024
আর্কাইভ তারিখ
06/05/2024