এতদ্বারা ০৬ নং খুরমা উত্তর ইউনিয়নের সকল নাগরিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদেরকে স্মার্ট কার্ড তালিকা অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে বিতরণ করা হবে। উক্ত তারিখে নির্দিষ্ট কেন্দ্রে যথাসময়ে উপস্থিত থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণের ধাপ ও নিয়মাবলীঃ
১। ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন।
২। পুরোনো কার্ডটি কেন্দ্রে নিয়ে আসতে হবে।
৩। কার্ড/রশিদ হারিয়ে গেলে ভোটার নম্বর সংগ্রহ করে উপজেলা নির্বাচন অফিস থেকে এনআইডি নম্বর সংগ্রহ করে বিতরণ কেন্দ্রে আসতে হবে।
৪। বায়োমেট্রিক (দশ আঙ্গুলের ছাপ ও আইরিশ) ব্যাতিত কাউকে কার্ড প্রদান করা হবে না।
৫। ব্যাক্তি নিজে উপস্থিত থেকে বায়োমেট্রিক সম্পন্ন করে কার্ড সংগ্রহ করবেন।
বি: দ্র: কোলাহলমুক্ত পরিবেশে শান্তি শৃংখলভাবে কার্ড সংগ্রহ করে বিতরণকারী টিমকে সহযোগিতা করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস