Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির জন্য অনলাইন আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি
Details


এতদ্বারা ০৬নং খুরমা উত্তর ইউনিয়নের সকল (১-৯) ওয়ার্ডের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমাজসেবা অধিদপ্তর (সামাজিক নিরাপত্তা অধিশাখা) কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা সমাজসেবা কার্যালয়, ছাতক, সুনামগঞ্জ, বরাবর শুধুমাত্র অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির জন্য অনলাইনে আবেদন শুরু হবে। ভাতা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে যে সকল প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস সমূহ লাগবে-


১ আবেদনকারী/অভিভাবক স্ব-শরীরে উপস্থিত হতে হবে,

২ আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের রঙ্গিন ১ কপি; 

   এনআইডি না থাকলে আবেদনকারীর অনলাইন জন্ম নিবন্ধন সনদের রঙ্গিন ১ কপি

৩ আবেদনকারীর প্রতিবন্ধী শনাক্তকৃত সার্টিফিকেট রঙ্গিন ১ কপি; 

   (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাতক, সুনামগঞ্জ, থেকে সংগ্রহ করতে হবে)

৪ আবেদনকারীর সুবর্ণ নাগরিক কার্ডের রঙ্গিন ১ কপি; 

   (উপজেলা সমাজসেবা কার্যালয়, ছাতক, সুনামগঞ্জ, থেকে সংগ্রহ করতে হবে)  

৫ আবেদনকারীর নমিনির জাতীয় পরিচয়পত্র/ অনলাইন জন্ম নিবন্ধন সনদের রঙ্গিন ১ কপি;

৬ সচলকৃত সীমসহ মোবাইল।



 অনলাইন ভাতা আবেদন শুরুর তারিখ: আগামী ১৫/১০/২০২৪খ্রি:

 অনলাইন ভাতা আবেদনের শেষ তারিখ: আগামী ১৪/১১/২০২৪ খ্রি:

Attachments
Image
Publish Date
04/10/2024
Archieve Date
15/11/2024